বোয়ালমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 10, 2025 - 23:08
 0  1
বোয়ালমারীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল

ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহ্যবাহী জর্জ একাডেমী স্টেডিয়াম মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও অসুস্থ নেত্রীর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি মনোনীত ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাছিরুল ইসলাম। তিনি বলেন, বড় রাজনৈতিক দলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হওয়া স্বাভাবিক। তবে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে কাজ করা উচিত। ধানের শীষ শুধু একটি নির্বাচন প্রতীক নয়; এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক, জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেছেন—এটি দেশের রাজনীতিতে বিরল এক দৃষ্টান্ত। তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদ্দারেস আলী ইছা বলেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে জড়িত।

এ ছাড়াও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপ্ন, সিনিয়র যুব আহ্বায়ক আবজাল হোসেন খান পলাশ, সাবেক পৌর মেয়র আব্দুর শুকুর শেখ, সাবেক পৌর বিএনপি সভাপতি শেখ আফছার উদ্দিন এবং বর্তমান পৌর বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow