মাতৃহারা নবজাতকের পাশে সেনাবাহিনী: ভালোবাসার উষ্ণতায় বেড়ে উঠবে পাওছং ম্রো

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 18, 2025 - 20:08
 0  6
মাতৃহারা নবজাতকের পাশে সেনাবাহিনী: ভালোবাসার উষ্ণতায় বেড়ে উঠবে পাওছং ম্রো

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি গ্রামে মাতৃহারা এক নবজাতকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জন্মের পরপরই মাকে হারানো শিশু পাওছং ম্রোর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে তার পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ নং ওয়ার্ডের প্রত্যন্ত গ্রাম ঙুইখয় পাড়ায় গিয়ে শিশুটির পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। বান্দরবান সেনা রিজিয়নের ৬৯ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৩১ বীর এবং বিজিবি-র ৩৮ ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ৩১ বীরের ক্যাপ্টেন আসলাম সহায়তা বিতরণের নেতৃত্ব দেন।

সহায়তার মধ্যে ছিল শিশুটির জন্য ল্যাকটোজেন দুধ, কাপড় ও ফিডার। এছাড়াও পরিবারটির জন্য ২৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৫ লিটার তেল, ৫ কেজি চিনি, ১০ কেজি ডাল, ৩ কেজি লবণ এবং মাছ ও মুরগির মসলার ১০টি করে প্যাকেট দেওয়া হয়েছে। পাশাপাশি, নগদ ১০,০০০ টাকাসহ সর্বমোট ১৯,৮৫৫ টাকা মূল্যের সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ঙুইখয় পাড়ার বাসিন্দা নামনিয়ান ম্রোর স্ত্রী এক পুত্রসন্তানের জন্ম দেন। তবে জন্মের পর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান, যার ফলে শিশুটি মাতৃহারা হয়ে পড়ে। শিশুটির অসহায়ত্বের কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়লে তা বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের নজরে আসে। পরবর্তীতে সেনা কর্মকর্তারা দ্রুত এ সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন বলে সাংবাদিকদের জানানো হয়। সেনাবাহিনীর এই উদ্যোগে দুর্গম অঞ্চলের অসহায় পরিবারটি পেয়েছে বেঁচে থাকার নতুন প্রেরণা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow