ফরিদপুরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ধর্মীয় সম্মেলন
ফরিদপুরের নগরকান্দায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে এক ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলগাদিয়া বিশ্বরোড জয়বাংলা মোড়ে এই সম্মেলনের আয়োজন করে অরাজনৈতিক ও মানবসেবামূলক সংগঠন ছওতুল হেরা ফাউন্ডেশন।
সম্মেলনে সংগঠনটির নগরকান্দা ও সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদউল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ তামিম আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম ও বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লিয়াকত আলী।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের তত্ত্বাবধায়ক মুফতি সাইফ মাহমুদ, নগরকান্দা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমিন, হাফেজ মাওলানা আবু মুসা, মুফতি মানজুর আহমেদসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য সরকার ও আলেম সমাজের প্রতি আহ্বান জানান। সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
What's Your Reaction?
শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ