শ্রীনগরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 3, 2025 - 20:01
 0  58
শ্রীনগরে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ষাটোর্ধ্ব এক বৃদ্ধও রয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত মনিষা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষ সাজুকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে মজল হকের ছেলে মুরাদ, জসিম, মেয়ে পলাশী, স্ত্রী পিংকি, পুত্র সাজু, ফারুকের ছেলে রাসেল, জয়, মেয়ে ফারজু, রিয়াদের ছেলে শান্ত, জসিমের স্ত্রী কাকলী, ছেলে কামরান, মুরাদের স্ত্রী মায়া, ছেলে পরশ, মেয়ে মেঘলা ও রিয়াদসহ প্রায় ১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়।

তারা মনিষা আক্তার ও তার বাবা মনির হোসেন (৬০)-কে এলোপাতাড়ি লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করে। এ সময় আসামি সাজু লোহার রড দিয়ে মনির হোসেনের মাথায় আঘাত করেন। পাশাপাশি মনিষাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা রান্নাঘর ভাঙচুর করে প্রাণনাশের হুমকি দিয়ে সরে যায়।

শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow