শ্রীনগরে দিনে-দুপুরে জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৈত্রিক সম্পত্তি জোড়পূর্বক দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় এক ব্যক্তিকে সপরিবারে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, ভুক্তভোগীর পুকুরে থাকা লক্ষাধিক টাকার মাছও চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে ইমরান হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা (নং- ৫৯৮) এবং শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৭৮) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দামলা মৌজার আরএস ৬০৬ ও ৬০৮ দাগের মোট সাড়ে ১৭ শতাংশ জমির পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক দেলোয়ার হোসেন। কিন্তু এলাকার মৃত আব্দুল মান্নান ফকিরের ছেলে ইমরান হোসেন, রুহুল, দিদার, মৃত ইব্রাহীমের ছেলে লিয়ন এবং মৃত নুরুল আমিনের স্ত্রী রেহেনা বেগম দীর্ঘদিন ধরেই সেই সম্পত্তি জোর করে দখলের পাঁয়তারা করে আসছিলেন।
ঘটনার দিন অভিযুক্তরা দলবদ্ধভাবে ওই জমি দখল করতে আসে এবং দেলোয়ার হোসেনের পুকুরে থাকা লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। এসময় দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য এমেল লস্কর বলেন, "এই বিরোধ নিয়ে আমরা একাধিকবার শালিস বৈঠকে বসেছি। কিন্তু ইমরান ও তার লোকজন কোনো সালিস-মীমাংসাই মানতে রাজি নয়। উল্টো তারা বাদীকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে।"
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, "এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে কোনো সমাধান হচ্ছে না। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
What's Your Reaction?






