মাগুরায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 29, 2025 - 17:25
Jul 29, 2025 - 17:26
 0  3
মাগুরায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রক্ত দিয়ে জীবন বাঁচানোর প্রত্যয় আর বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ— এই দুই মানবিক উদ্যোগকে ঘিরে মাগুরায় পালিত হলো 'জুলাই পুনর্জাগরণ-২০২৫'। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার (২৮ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে দিনব্যাপী এই রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

রক্তদান ও চিকিৎসা সেবার মতো মানবিক উদ্যোগের প্রশংসা করে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "মানবিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা থেকে স্বেচ্ছায় রক্তদান ও চিকিৎসা সেবা প্রদান আমাদের সমাজকে আরও সহনশীল ও মানবিক করে তোলে।" তিনি এ ধরনের উদ্যোগকে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী এই আয়োজনে সাড়া দিয়ে জেলার ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বেচ্ছায় রক্তদাতাদের সারিবদ্ধভাবে রক্ত দিতে দেখা যায়, যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

রক্তদান কর্মসূচির পাশাপাশি মেডিকেল ক্যাম্পে শত শত সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এই মহৎ উদ্যোগে সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আগত রোগীরা।

আয়োজকরা জানান, এই কর্মসূচিটি কেবল স্বাস্থ্যসেবাই প্রদান করেনি, বরং সামাজিক বন্ধন ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow