শ্রীনগরে চুরি ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি ও মাদকের উৎপাতের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে পাঠানবাড়ি সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মত্তগ্রামে মাদক ব্যবসা ও চুরির ঘটনা বেড়েছে। ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল, হাঁস-মুরগি ও ডাঙ্গার মাছসহ বিভিন্ন মালামাল প্রায় নিয়মিত চুরি হয়ে যাচ্ছে। বক্তাদের দাবি, এসব ঘটনায় মৃত মোতালেব পাঠানের তিন পুত্র—শাহাদাৎ, শিশির ও শিহন—সরাসরি জড়িত।
এলাকাবাসীর পক্ষ থেকে তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে মত্তগ্রামের আবুল শিকদার, আঃ লতিফ শিকদার, ফারুক শিকদার, ফিরো পাঠান, কোরবান দর্জি, নুরুল ইসলাম, আনেস মৃধা, কালাম মৃধা, শহিদুল খান, হারুন পাঠান, হোসেন শেখ, আফজাল শেখ, সামাদ মাদবর, শাওলিন, সালমা বেগম, শাকি বেগম, নাজমা বেগম, লায়লা বেগম, নুরনাহার বেগম, নাসিমা বেগমসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অথচ প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় চোর ও মাদককারবারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে।
তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন বক্তারা।
What's Your Reaction?






