তারুণ্যের সমাবেশ সফল করতে আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিতব্য 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রস্তুতি সভা করেছে স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আলফাডাঙ্গা পৌর সদরের সাবেক সোনালী ব্যাংক চত্বরের সামনে অনুষ্ঠিত এ সভায় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু। তিনি বলেন, “২৮ মে ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। ঢাকার সমাবেশে মূল নেতৃত্ব দেবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফরিদপুরের প্রতিটি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে। এ সমাবেশকে সফল ও স্মরণীয় করে তুলতে আমরা প্রস্তুত।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এম এ আজিজের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল। তিনি বলেন, “১৭ বছরের আন্দোলন এখনো শেষ হয়নি। আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। তরুণরা আজও ভোটাধিকার থেকে বঞ্চিত। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। আমরা দাবি করছি, একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।”
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন—জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মমিনুল ইসলাম সোহাগ, সদস্য সচিব মো. ওবায়দুর গাজী এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?






