পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 3, 2025 - 19:55
 0  3
পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ ও প্রতিভা বিকাশের লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হলো জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। শুক্রবার (৩ অক্টোবর) দৈনিক সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

আলোচনার ভিন্ন ভিন্ন বিষয়কে ঘিরে প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর। প্রথম রাউন্ডে আলোচিত হয়— পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।
সেমিফাইনালে বিতর্কের বিষয় ছিল— ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে।
আর ফাইনাল রাউন্ডে নির্ধারিত হয়— পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।

প্রতিযোগিতায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় যুক্ত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী এবং গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না।

সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর শাখার সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং সুহৃদ সমাবেশ সদস্য কে এম মনিরুল আলম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক পারভেজ আকন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow