শিক্ষিকার ছবি বিকৃত করে আপত্তিকর পোস্ট, অভিযুক্ত শিক্ষক ছনি

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 3, 2025 - 19:51
 0  5
শিক্ষিকার ছবি বিকৃত করে আপত্তিকর পোস্ট, অভিযুক্ত শিক্ষক ছনি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনে সিনা সরকার ছনির বিরুদ্ধে সহকর্মী এক নারী শিক্ষিকার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক-কর্মচারীরা তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের অফিসকক্ষে ট্রেড-ইন্সট্রাক্টর সাইফুল ইসলামের সঙ্গে উত্তেজিত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইবনে সিনা সরকার ছনি। এ সময় সহকারী শিক্ষিকা মোছা. সুলতানা নাজনীন নাহার প্রতিবাদ জানালে ছনি তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও হুমকি দেন। পরে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। ওইদিনের স্টাফ মিটিংয়ে বিষয়টি মৌখিকভাবে নিষ্পত্তি করা হলেও পরে ছনি তার ফেসবুক আইডি থেকে নাজনীন নাহারের ছবি বিকৃত করে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরদিন ১০ সেপ্টেম্বর বিষয়টি প্রকাশ্যে আসলে শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করে ছনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।

এরপর ১৭ সেপ্টেম্বর ছনি অন্য একটি মামলায় গ্রেপ্তার হলে পুনরায় অন্য একটি ফেসবুক আইডি থেকে সহকারী শিক্ষিকা নাজনীন নাহার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়। এতে সহকারী শিক্ষিকা নাজনীন নাহার চরম মানসিক চাপে পড়েন। তিনি জানান, শিক্ষক হিসেবে সমাজে মর্যাদা নিয়ে টিকে থাকা এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে।

পরে ২৫ সেপ্টেম্বর তিনি ইবনে সিনা সরকার ছনির বিরুদ্ধে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ছনি দাবি করেন, “স্কুলে একটি চেয়ার কেনা নিয়ে হালকা ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি মিটিংয়ের মাধ্যমে মীমাংসা করা সম্ভব।”

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, অভিযোগ তদন্ত করে প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow