শ্রীনগরে নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Nov 22, 2025 - 21:42
 0  28
শ্রীনগরে নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা

মুন্সীগঞ্জের শ্রীনগরে রাতে এক নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগে নাম রয়েছে মৃত মইজুদ্দিন শেখের ছেলে আজিজ শেখের।

ভুক্তভোগী শেখ মোঃ মহিউদ্দিন বাদী হয়ে আজিজ শেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মহিউদ্দিন এবং তার দুই ভাই প্রায় ৪৫ বছর আগে লস্করপুর মৌজার ৪২ শতক জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। বর্তমানে ওই জমি সংক্রান্ত দেওয়ানী আদালতের রেকর্ড সংশোধনী মামলা চলমান রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাতের অন্ধকারে আজিজ শেখসহ ফেরদৌস শেখ, তোফাজ্জল শেখ ও মহিউদ্দিনগং নামের ভাড়াটিয়া কয়েকজন রাস্তার গাছ কেটে ড্রাম ট্রাক নিয়ে নালিশী সম্পত্তিতে বালু ফেলে দখলের চেষ্টা চালায়। এ সময় মহিউদ্দিগণ ৯৯৯ নম্বরে ফোন করলে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালু ভরাট বন্ধ করেন।

অভিযুক্ত আজিজ শেখ অভিযোগের জবাবে জানান, "আমার নিজস্ব ক্রয়কৃত সম্পত্তিতে বালু ফেরত দেওয়ার চেষ্টা করছিলাম, তবে বাধার কারণে সেটা করতে পারিনি।"

শ্রীনগর থানার এসআই কাদের জানান, "৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে বালু ভরাট বন্ধ করেছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow