সাদিয়া আক্তার সুমনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাদিয়া আক্তার সুমনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগীর স্বজনদের পাশাপাশি তিন শতাধিক স্থানীয় এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুকুটিয়া গ্রামের মেয়ে সাদিয়া আক্তার সুমনাকে পড়াশোনার সুবাদে লজিং মাস্টার রাসেল প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নোয়াখালীর চাটখিলে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর থেকে রাসেল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে সুমনার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। গত ১৬ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ করেন স্বজনরা। এ সময় বক্তারা প্রকৃত হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জসিম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কেএম রাজিব, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, নিহত সুমনার চাচা মহিন ঢালী, ইউপি সদস্য তপন শেখ, তোফায়েল শেখ, নারী ইউপি সদস্য জাকিয়া আক্তার রোজিসহ শতাধিক স্থানীয় বাসিন্দা।
What's Your Reaction?






