শ্রীনগরে পৃথক স্থানে ছুরিকাঘাতে শিক্ষকসহ দুজন আহত

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Jul 21, 2025 - 12:56
 0  12
শ্রীনগরে পৃথক স্থানে ছুরিকাঘাতে শিক্ষকসহ দুজন আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি স্থানে বখাটে ও কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষকসহ দুজন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) রাতে ও রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভাগ্যকুল ইউনিয়নের মান্দা গ্রামে ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সমাজবিজ্ঞান শিক্ষক আনোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী বখাটে যুবকদের হামলার শিকার হন। স্থানীয় বখাটে সবুজ, সুজনসহ কয়েকজন যুবক তাদের পথরোধ করে এবং আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করে। এ সময় প্রতিবাদ করলে সবুজ নামে এক যুবক শিক্ষক আনোয়ার হোসেনের পিঠে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহত আনোয়ার হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অন্যদিকে, রবিবার বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় কিশোর গ্যাংয়ের ৮-১০ জন সদস্য ইয়াসিন (২২) নামে এক যুবককে মারধর ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাদক ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াসিন উপজেলার জুশুরগাঁও বাইপাস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘পৃথক দুটি ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow