একটি গোষ্ঠী গণভোটের দাবিতে নির্বাচন প্রশ্নবিদ্ধের অপচেষ্টা চালাচ্ছে: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 10, 2025 - 15:35
 0  6
একটি গোষ্ঠী গণভোটের দাবিতে নির্বাচন প্রশ্নবিদ্ধের অপচেষ্টা চালাচ্ছে: মীর সরফত আলী সপু

একটি গোষ্ঠী এতদিন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে লাফালাফি করেছে, এখন সেখান থেকে সরে এসে গণভোটের দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। 

শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ ও ৩১ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মীর সরফত আলী সপু আরো বলেন, ভোটে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য দাবি সবার আগে পূরণ করা হবে। বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পাশে আছে এবং থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নূর জামাল শিকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল, সিনিঃ সহ-সভাপতি আলম বেপারী,সাঃ সম্পাদক শফিক ভুইয়া, ভাগ্যকুলের সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন,

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহরুল হক মাসুদ, প্রিন্স নাদিম,  জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,
উপজেলা ছাত্রদলের সাঃ সম্পাদক ইমদাদুল হক ইমন,
 সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মশালা শেষে মীর সরফত আলী সপু শ্রমিকদের মাঝে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় দোকান ও জনসাধারণের হাতে এই লিফলেট তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow