রাণীনগরের কামতা এস.এন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Oct 10, 2025 - 19:59
 0  7
রাণীনগরের কামতা এস.এন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

নওগাঁর রাণীনগর উপজেলার কামতা সত্যেন্দ্রনাথ (এস.এন) উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্যালয়ের ২৭২ জন ভোটারের মধ্যে ২১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হন—এনামুল হক রানা, সোহেল রানা ও আলমগীর হোসেন। এছাড়া দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে এনামুল হককে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. শফিউল আলম। তিনি সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow