কুরআন অবমাননাকারী অপূর্ব পালের শাস্তির দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Oct 10, 2025 - 21:14
 0  6
কুরআন অবমাননাকারী অপূর্ব পালের শাস্তির দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১০ অক্টোবর) নামাজের পর এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শহিদ আব্দুল কাইয়ুম চত্বরে গিয়ে শেষ। পরে সেখানে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন “ধর্ম অবমাননা বরদাশত করব না”, “অপূর্ব পালের ফাঁসি চাই”, “ইসলামের শত্রুরা হুঁশিয়ার—সাবধান”, “কুরআন অবমাননাকারীর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও।”

শিক্ষার্থীরা বলেন, পবিত্র কুরআনের অবমাননার মাধ্যমে অপূর্ব পাল কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি, বরং দেশের আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. রাহীম বলেন, “নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার শিক্ষার্থী অপূর্ব পাল মহান আল কুরআন অবমাননা করেছে। এই ঘটনায় সারা দেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই অবমাননা সহ্য করতে পারিনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি। অতি দ্রুত ব্লাসফেমি আইন বাস্তবায়নের মাধ্যমে এমন ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর চিন্তাও না করে।”

আইসিটি বিভাগের শিক্ষার্থী দ্বীন ইসলাম হৃদয় বলেন, “পবিত্র কুরআন বিশ্বের কোটি কোটি মুসলমানের ঈমানের ভিত্তি ও আলোকবর্তিকা। এর অবমাননা কেবল ব্যক্তিগত অপরাধ নয়, এটি মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত এবং সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা। 

এসময় তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চার দফা দাবিও জানান। দবিগুলো হলো:
১️. অভিযুক্ত অপূর্ব পালকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২️.এই ঘটনার পেছনে যারা প্ররোচনাকারী বা ষড়যন্ত্রকারী তাদেরও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
৩️. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৪️ .সবাই যেন শান্তিপূর্ণ, আইনি ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানায় এবং কেউ যেন উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়।”
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহীদ আব্দুল কাইয়ুম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।

উল্লেখ্য, এর আগেও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে  বিক্ষোভমিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow