থানচিতে মহা ওয়াগোয়াই পোওয়ে উৎসবের সমাপ্তি

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 10, 2025 - 21:20
 0  3
থানচিতে মহা ওয়াগোয়াই পোওয়ে উৎসবের সমাপ্তি

উৎসবমুখর পরিবেশে বান্দরবানের থানচি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান মহা ওয়াগোয়াই পোওয়ে (প্রবারণা) উৎসবের সমাপ্তি হয়েছে। ৫ অক্টোবর শুরু হয়ে শুক্রবার (১০ অক্টোবর) শেষ হয় এই ঐতিহ্যবাহী উৎসব।

উৎসবে থানচি উপজেলার ১০২টি মারমা গ্রামের বৌদ্ধ ধর্মানুসারীরা অংশ নেন। উৎসব উপলক্ষে রঙিন ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা বের করা হয়। পরে সাঙ্গু নদীতে সেই রথ বিসর্জন দেওয়া হয়। এছাড়া হাজার বাতি প্রজ্বলন, ফানুস উড়ানো, ধর্মদেশনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ স্নান, পিঠা উৎসব এবং ফুটবল খেলার আয়োজন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, পাহাড়ের মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা ও বড়ুয়া সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলো আশ্বিনী পূর্ণিমায় পালিত মহা ওয়াগোয়াই পোওয়ে বা প্রবারণা। এ উৎসবকে কেন্দ্র করে ময়ূরপঙ্খী রথ নির্মাণ, শোভাযাত্রা, ফানুস উড়ানো, বুদ্ধ ভিক্ষুদের ‘ছোয়াইন’ (ভোজন) দানসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জজকোর্টের আইনজীবী এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সমাজপতি নুমংপ্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উৎসব উদ্যাপন কমিটির সভাপতি খেমংথুই মাস্টার, সাধারণ সম্পাদক সিংওয়াইমং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা ও তিন্দু ইউপি সমাজপতি থোয়াইসিংমং মারমা সার্বিকভাবে উৎসবের কার্যক্রমে নেতৃত্ব দেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা বলেন,

“জীবনের চতুর্থবারের মতো মহা ওয়াগোয়াই পোওয়ে উৎসব আয়োজনের সুযোগ পেয়েছি। সবার সহযোগিতায় ইতিহাস ও ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মের এই উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরে আমি আনন্দিত। এই অভিজ্ঞতা ভবিষ্যতে সমাজের কল্যাণে কাজ করতে আরও অনুপ্রেরণা জোগাবে।”

উৎসবের সমাপনী দিনে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নৃত্য, সংগীত ও নাটিকা পরিবেশনের মাধ্যমে প্রবারণা উৎসবের আনন্দে মাতেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow