কুবির কমিউনিকেশন ক্লাবের নতুন নেতৃত্বে ইমরান-নোমান

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Jul 1, 2025 - 12:39
 0  1
কুবির কমিউনিকেশন ক্লাবের নতুন নেতৃত্বে ইমরান-নোমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী সংগঠন কমিউনিকেশন ক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। সোমবার (৩০ জুন) বিভাগের ৫০১ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিভাগের প্রভাষক জাকিয়া জাহান মুক্তা। এছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক আবদুল্লাহ আল মামুন চৌধুরী, মশিউর রহমান ও মো. মতিউর রহমান। নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ ফরহাদ মিয়া কাউসার, ক্রীড়া সম্পাদক মো. তাসনিম ফেরদাউস রিফাত, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মনিরা আক্তার শিলা, পরিবেশ বিষয়ক সম্পাদক আরমান হোসেন এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন বিভাগীয় শিক্ষা প্ল্যাটফর্ম এমসিজে নিউজের প্রধান বার্তা সম্পাদক আসিফ মাহমুদ।

এছাড়া ব্যাচভিত্তিক কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ, সামিউল ইসলাম সজীব ও প্রীতম কান্তি গোপ। নির্বাচিত নতুন নেতৃত্ব কমিউনিকেশন ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যম নিয়ে কাজ করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow