কুবিতে মার্কেটিং বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৬তম আবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের "আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট-২০২৫" এ চ্যাম্পিয়ন হয়েছে ১৬তম আবর্তন। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
১৬তম এবং ১৭তম আবর্তনের মধ্যে হওয়া ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ১৬তম আবর্তন। খেলায় 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এনামুল হক।
খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার, বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাঈনুল হাসান এবং প্রভাষক আবু ওবায়দা রাহিদ।
'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' নির্বাচিত এনামুল হক খেলার অভিজ্ঞতা নিয়ে বলেন, "আমাদের পুরো দলের কঠোর পরিশ্রম, সমন্বয় আর একে অপরকে উৎসাহ দেওয়ার ফল এই জয়। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য। জয়-পরাজয় খেলার অংশ, তবে সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই মিলে আনন্দ করেছি এবং বন্ধন আরও দৃঢ় হয়েছে।"
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হয়।
What's Your Reaction?






