নওগাঁর রাণীনগরে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের করুণ মৃত্যু
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। তারা ওই গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, মফিজ ও হবিজ দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ছিলেন। দুপুরের আগে তারা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত দু’জন বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে পড়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবার দ্রুত সেখানে ছুটে যায়। পরে প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অপরজনের মরদেহও পাওয়া যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুই সহোদরের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ