আত্রাইয়ে আসামিদের আদালতে উপস্থাপন না করায় ওসিকে শোকজ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 4, 2025 - 00:05
 0  3
আত্রাইয়ে আসামিদের আদালতে উপস্থাপন না করায় ওসিকে শোকজ

নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রাম থেকে গ্রেফতারকৃত ১১ জন মাদকাসক্ত আসামিকে আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও নিয়মিত আদালতে উপস্থাপন না করায় আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

গত ২৪ এপ্রিল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।

বিষয়টি আমলে নিয়ে গত শুক্রবার (২ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬১ ধারা লঙ্ঘনের অভিযোগে ওসিকে কারণ দর্শানোর নোটিশ দেন। আগামী ১২ মে তারিখে তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. খোরশেদ আলম জানান, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, আটক ব্যক্তিদের ঘটনাস্থল থেকে থানায় এনে সেখানে মামলা না করে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করা হয়েছে—যা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ ও মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন।

আদেশে আরও বলা হয়, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আত্রাই আমলি আদালতে সোপর্দ করার আইনি দায়িত্ব ওসির ছিল। অথচ তিনি তা না করে একটি বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কার্যকর করেছেন, যা পুলিশ আইন, ১৮৬১-এর ২৯ ধারাও লঙ্ঘন করেছে।

এ বিষয়ে শুক্রবার রাত ১০টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে আত্রাই থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, “বিজ্ঞ আদালত আমাকে শোকজ করেছেন বলে শুনেছি। তবে এখনো আদেশের কপি হাতে পাইনি। কপি পেলে আমি আদালতে গিয়ে আমার বক্তব্য তুলে ধরব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow