আখাউড়ায় নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি: ঘর থেকে যুবকের পচাগলা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ ঘর থেকে এক নিঃসঙ্গ যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন কেউ খোঁজ না নেওয়ায় মৃত্যুর বিষয়টি এতদিন গোপনই থেকে যায়। শনিবার (৩ মে) সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পারেন এবং পুলিশে খবর দেন।
নিহত যুবকের নাম তোফাজ্জল মিয়া (৩৫)। তিনি উপজেলার দেবগ্রামের মধ্যপাড়ার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, তোফাজ্জল মিয়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করছিলেন। পরিবারের কেউ আর জীবিত নেই। চার বোনের মধ্যে তিনজন আগেই মারা গেছেন। নিঃসঙ্গতা ও অভাব-অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তার খাওয়া-দাওয়া ছিল অনিয়মিত, আর কারো সঙ্গে সম্পর্কও ছিল না বললেই চলে।
ধারণা করা হচ্ছে, তিনি ঘরের মেঝেতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়নি, যতক্ষণ না গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে। পরে স্থানীয়রা আখাউড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, মরদেহে পচন ধরেছে, তাই কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিঃসঙ্গ জীবনে ধীরে ধীরে হারিয়ে যাওয়া তোফাজ্জলের এই করুণ পরিণতি মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে অনেককেই।
What's Your Reaction?






