বিজয়নগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাধনা ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলাম সভাপতিত্ব করেন এবং কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুরের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়। মোট ৭৫০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীর প্রত্যেকে পেয়েছেন ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি (MOP) সার এবং ১০ কেজি ডিএপি (DAP) সার। এছাড়া ৫ জন উপকারভোগী কৃষককে ৫ কেজি মসুর বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
প্রধান অতিথি ইউএনও সাধনা ত্রিপুরা বলেন,
“বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি তারই বাস্তব উদাহরণ। এই প্রণোদনা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষকরা যেন সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পারেন, সেই আহ্বান জানাই। আশা করছি, বিজয়নগরে এবার রবি ফসলের বাম্পার ফলন হবে।”
কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা কৃষকদের যেকোনো কৃষি-সম্পর্কিত বিষয়ে উপজেলা কৃষি অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগের পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম বলেন, “সরকারের এই সহায়তা মাঠ পর্যায়ের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করে উৎপাদন বাড়াতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করার অনুরোধ করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির ভূঁইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নূরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং এলাকার শতাধিক কৃষক-কৃষাণী।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ