পদ্মাচরে জায়গায় জমি দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত-১
মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মাচরে জায়গায় জমি দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ঝন্টু সরদার(৪০) নামে একজনকে কুপিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভাগ্যকুল পদ্মানদীর নুরু বয়াতীর চরে এ হামলার ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে আহতের স্ত্রী নাজমা বেগমসহ স্থানীয়রা গুরুত্বর আহতবস্থায় ঝন্টু সরদারকে উদ্ধার করে চিকিৎসা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে আহতের অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পদ্মাচরের জায়গা জমি নিয়ে ঝন্টু সরদারের সাথে একই এলাকার জহির মোল্লাগংয়ের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকেলে জহির মোল্লা,সাদ্দাম মোল্লা, তপন মোল্লা ও বিল্লাল শিকদারগং হাতে দা,লাঠি ও হাতুরি নিয়ে অতর্কিত ঝন্টু সরদারের উপর হামলা চালিয়ে তার বাম হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন এলোপাথারী কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে আহতবস্থায় ঝন্টু সরদারকে ভাগ্যকুল বাজারে পাশে ফেলে দিয়ে চলে যায় জহির মোল্লা গং।
এব্যাপারে অভিযুক্ত জহির মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে ঝন্টু সরদারে তর্কবিকর্তের এক পর্যায়ে সে আমার হাতে কাচি দিয়ে কোপ মারলে আমি হাত ধরে চলে আসি। পরে আমার ভাইদের সাথে ঝন্টু সরদারের কি হয়েছে আমি জানি না।
শ্রীনগর থানার এসআই আঃ রাজ্জাক বলেন, এব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ