সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর কর্মচারীকে গুলি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর মডেল টাউন হাউজিং কোম্পানীর এক কর্মচারীকে সন্ত্রাসীরা গুলি করেছে। আহত ওই কর্মচারীর নাম জুনায়েদ সরদার (২৩)। তিনি কোম্পানীর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চর বিশ্বনাথ গ্রামের নিমতলা-সিরাজদিখান আঞ্চলিক সড়কের নেপালের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জুনায়েদ লৌহজং উপজেলার হলুদিয়া ইউনিয়নের ছাতির মসজিদ এলাকার জুয়েল সরদারের ছেলে। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন জুনায়েদ। অফিস থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার কোমরে ও দুটি গুলি পায়ে লাগে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় প্রথমে নিমতলা আইডিয়াল হাসপাতালে এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিক্রমপুর মডেল টাউনের সহকারী এক্সিকিউটিভ অফিসার সোহাগ হোসেন বলেন, “আমাদের সুপারভাইজার জুনায়েদকে অজ্ঞাত সন্ত্রাসীরা পিছন থেকে গুলি করেছে। আমরা পুলিশের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রনি গাজী জানান, আহত জুনায়েদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন। তিনি আরও বলেন, “জুনায়েদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। তবে কোম্পানীর অভ্যন্তরে কোনো বিরোধের কারণে এমন ঘটনা ঘটতে পারে।”
সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোম্পানীর অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে। আমরা তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
What's Your Reaction?






