আলফাডাঙ্গায় ন্যায্যমূল্যে ঔষধ বিক্রি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং ঔষধের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় ঔষধ ব্যবসায়ী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
সভায় ইউএনও রাসেল ইকবাল তাঁর বক্তব্যে জনগণের স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, "জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। ঔষধের মতো একটি অতি প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।" তিনি অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় ঔষধের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে থাকেন, যা অত্যন্ত দুঃখজনক। এই প্রবণতা বন্ধ করতে আমরা কঠোর পদক্ষেপ নেব। লাইসেন্সবিহীন ফার্মেসী এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।" তিনি ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভেজালমুক্ত ঔষধ সরবরাহ করে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ঔষধের মান নিয়ন্ত্রণ এবং নকল ঔষধ প্রতিরোধের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ফরিদপুর থেকে আগত মেসার্স জম জম মডেল ফার্মেসীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা জামান (জুয়েল), ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম এবং সদস্য বাবু কাজল দাস ঔষধ ব্যবসার বিভিন্ন দিক নিয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
এছাড়াও আলফাডাঙ্গা ফারিয়া'র সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব, আলফাডাঙ্গা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক আফসারউদ্দীন সভায় বক্তব্য রাখেন। তাঁরা প্রশাসনের এই জনহিতকর উদ্যোগকে স্বাগত জানান এবং ঔষধ ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এই মতবিনিময় সভার মধ্য দিয়ে আলফাডাঙ্গায় ঔষধের ন্যায্যমূল্য এবং মানসম্মত সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
What's Your Reaction?






