সদরপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
May 15, 2025 - 23:34
 0  6
সদরপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, একজন গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামে শেফালী বেগম (৫০) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সবুর খালাসী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ও সদরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) আসামিকে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

এর আগে বুধবার (১৪ মে) মধ্যরাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সবুর খালাসী আকোটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাসিরউদ্দিন খালাসীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ এপ্রিল) রাত ৩টার দিকে শেফালী বেগমকে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রধান আসামি মোমরেজ খালাসী। পরে শেফালী অসুস্থ হয়ে পড়লে মোমরেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শেফালীর নাতনি ঘটনাটি দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোর ৪টার দিকে চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সদরপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক ইউপি সদস্য মোমরেজ খালাসী ও তার দুই সহযোগী সবুর খালাসী এবং অজ্ঞাত একজনকে আসামি করা হয়। গত ২৬ এপ্রিল বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে প্রধান আসামি মোমরেজকে গ্রেপ্তার করা হলেও তার দুই সহযোগী পলাতক ছিল।

সদরপুর থানার ওসি নাজমুল হাসান বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শৌলডুবী গ্রাম থেকে সবুর খালাসীকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow