ফরিদপুরে সন্ধানী ডোনার ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে সন্ধানী ডোনার ক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা, স্মৃতিচারণ, বিতর্ক প্রতিযোগিতা, রক্তদাতাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে স্মৃতিচারণ অনুষ্ঠান এবং কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাতে অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক অধ্যাপক এবিএম সাত্তার, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক রেজভী জামান এবং ডা. আলী আকবর বিশ্বাস।
অনুষ্ঠানে দুই কৃতি রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয়। জগজ্জীবন সাহা জীবন, যিনি ৮২ বার রক্তদান করেছেন এবং সাংবাদিক বিভাষ দত্ত, যিনি ৫৫ বার রক্তদান করেছেন, তাদের এই মহৎ অবদানের জন্য সম্মানিত করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ফরিদপুর জেলা স্কুল এবং কলেজ পর্যায়ে সরকারি রাজেন্দ্র কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, "সন্ধানী ডোনার ক্লাব গত ৩৪ বছর ধরে মানবতার সেবায় কাজ করে আসছে। এই সংগঠন অসংখ্য রোগীর জীবন বাঁচিয়েছে এবং সব সময় মানুষের পাশে থেকেছে।" নতুন প্রজন্মকে সন্ধানীর সাথে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।
সন্ধানীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইজাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুশফিকুর রহমান শাকিল এবং কার্যকরী সদস্য মাহবুবুর রহমান সোহেল। এছাড়া, অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেওয়া হয়।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন স্ট্রিভ তূর্য বাড়ৈ এবং ব্যান্ড দল ‘উদ্ভট’। অনুষ্ঠানে সন্ধানী ডোনার ক্লাবের সদস্যবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






