চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 8, 2025 - 15:52
 0  4
চরভদ্রাসনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ফরিদপুরের চরভদ্রাসনেও উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাংবাদিক লিয়াকত আলী, শিক্ষার্থী জান্নাতুল ফাতেহা ও জান্নাতুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার রক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ, নিরাপত্তা প্রদান ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার ও সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন। তারা কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow