সাভারের আশুলিয়ায় বসতবাড়িতে পুলিশের অভিযান, নারীসহ আটক ১২

সাভারের আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হরমুজ মুন্সির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা নিয়মিতভাবে ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
আটক নারীরা হলেন—শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭)। আটক পুরুষরা হলেন—ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনজিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯) ও আনোয়ার হোসেন (৩৪)। তাদের বিস্তারিত ঠিকানা ও পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাড়ালপাড়ার ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ১২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






