পিরোজপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণচূড়া মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী।
শোভাযাত্রা শেষে কৃষ্ণচূড়া মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, বেগম এলিজা জামান, শেখ রিয়াজউদ্দিন রানা, সাঈদুল ইসলাম কিসমত প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা পঙ্গুত্ববরণ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও রূহের মাগফেরাত কামনা করছি। এছাড়া স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনে গুম, খুন, নির্যাতন ও বিনা অপরাধে জেল খাটা নেতাকর্মীদের প্রতিও আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। ২০২৪ সালের এই দিনে স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে দেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। দুই হাজারের অধিক ছাত্র-জনতার আত্মত্যাগে রচিত হয়েছে নতুন ইতিহাস, পুনরুজ্জীবিত হয়েছে গণতন্ত্র।
বক্তারা আরও বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সবাই এক ও অভিন্ন।
What's Your Reaction?






