ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 23, 2025 - 17:11
 0  3
ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে ট্রাফিক সপ্তাহ ২০২৫

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন।

র‌্যালিটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানা অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান,বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহমেদ রাজীবসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি। চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow