ফরিদপুরে জেলা ও মহানগর বিএনপির সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে “ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান” উপলক্ষে সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে ফরিদপুরের ব্রহ্মসমাজ সড়কে আলোচনা সভা শেষে বিজয় র্যালি বের করা হয়।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান অপু, মিজানুর রহমান মিনাল, বিএনপি নেতা নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, মহানগর ছাত্রদলের সভাপতি মুনিব হাসান সোহাগ, মৎস্যজীবী দলের সদস্য সচিব খায়রুল আলম চুন্নু, জেলা মহিলা দলের সভাপতি নাজনীন চৌধুরী, মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়া, তাঁতি দলের সদস্য সচিব শাহেদা বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাঞ্জিদুল হাসান কায়েস প্রমুখ।
বক্তারা গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ক্ষমতায় থেকে সরকার বিএনপি নেতাকর্মীদের উপর দমন-নিপীড়ন চালিয়েছে, মিথ্যা মামলায় হয়রানি করেছে এবং অনেক নেতাকর্মীর প্রাণহানি ঘটিয়েছে। তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে, তবে ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনও চলছে।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন (২০২৬ সালের ফেব্রুয়ারি) জয়লাভের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করে নির্বাচনমুখী হতে হবে।
সমাবেশে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল এসে উপস্থিত হয়। আলোচনা সভা শেষে বিজয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
What's Your Reaction?






