ফরিদপুরে গণধর্ষণ মামলার আসামি অসীম শেখ গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 8, 2025 - 15:48
 0  3
ফরিদপুরে গণধর্ষণ মামলার আসামি অসীম শেখ গ্রেফতার

ফরিদপুর জেলার নিউমার্কেট এলাকা থেকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি অসীম শেখ (২২)–কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুন দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে ফরিদপুরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটক রেখে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি মো. অসীম শেখকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে র‌্যাব।

অসীম শেখ নিজেই পরবর্তীতে ফরিদপুর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে ওই ঘটনায় থানায় মামলা নং–০৬, তারিখ–৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দে রুজু হয়। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪৩/৫০৬ ধারায় দায়ের করা হয়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরপর র‌্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অসীম শেখ ফরিদপুর জেলার কোতয়ালী থানার মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow