সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 22, 2025 - 19:03
 0  4
সাভারে দুই ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন গ্রেপ্তার

সাভারে চাঞ্চল্যকর দুই ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জসিম উদ্দিন, যিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা শাখার সহ-সভাপতি এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন, তাকে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর গ্রামের মনসুর গোয়ালের পুত্র।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের রানা প্লাজার সামনে সহিংসতায় সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সাজ্জাত হোসেন (১৯) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় তার বাবা আলমগীর হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে জসিম উদ্দিনকে আসামি করা হয়।

একই দিনে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পৃথক এক ঘটনায় ঢাকা কমার্স কলেজের ছাত্র আবদুল আহাদ সৈকত (১৭) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় সৈকতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেন এবং সেই মামলাতেও জসিম উদ্দিনকে আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই দুটি হত্যাকাণ্ড সাভারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং আসামিদের গ্রেপ্তারের জন্য জোরালো দাবি উঠেছিল। জসিম উদ্দিনের গ্রেপ্তারের ফলে মামলা দুটির তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow