তিন দফা দাবিতে জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি রবিবার

নিজস্ব প্রতিবেদকঃ
Oct 18, 2025 - 12:26
 0  2
তিন দফা দাবিতে জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি রবিবার

আগামী রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে 'জুলাই যোদ্ধারা'। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচির ঘোষণা দেন। তাদের তিন দফা দাবি আদায় এবং নিজেদের ওপর হামলার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন তিনি।

মাসুদ রানা সৌরভ বলেন, "আমরা হামলার শিকার হয়েছি। আমাদের ওপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ পালিত হবে।" তিনি এই অবরোধ কর্মসূচিতে আহত জুলাই যোদ্ধাদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণেরও আহ্বান জানান। সৌরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমরা যদি আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি না পাই, ভবিষ্যতে এ রাষ্ট্রে আর বিপ্লবী জন্ম হবে না।"

জুলাই যোদ্ধাদের তিন দফা দাবি- ১. জুলাই শহীদদের 'জাতীয় বীর' হিসেবে স্বীকৃতি প্রদান, ২. আহত ও পঙ্গুত্ববরণকারীদের 'বীর' মর্যাদা দিয়ে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, ৩. আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা এবং আহতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হামলা ও হয়রানি বন্ধ রাখতে দায়মুক্তি ও সুরক্ষা আইনের ব্যবস্থা করা।

এর আগে শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় প্রবেশ করা জুলাই যোদ্ধাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১টা ২৬ মিনিট থেকে শুরু হয়ে ২টা পর্যন্ত চলে এই পাল্টাপাল্টি ধাওয়া।

জানা যায়, গেট ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করা জুলাই যোদ্ধাদের মঞ্চ এলাকা থেকে সরিয়ে দেওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এবিপিএন সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের ধাওয়া দেয়।

শুক্রবার সকালে 'জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা' ব্যানারে অনেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। এরপর তারা গেট টপকে ভেতরে প্রবেশ করে মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই পরিস্থিতিতে আগামী রোববারের মহাসড়ক অবরোধ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow