এনসিপি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন ফরিদপুরের কৃতি সন্তান জুনায়েদ হোসেন জিতু

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 18, 2025 - 12:04
 0  2
এনসিপি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হলেন ফরিদপুরের কৃতি সন্তান জুনায়েদ হোসেন জিতু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় কমিটি সম্প্রতি বর্ধিত করা হয়েছে। এই সম্প্রসারণে ফরিদপুরের কৃতি সন্তান জুনায়েদ হোসেন জিতু কেন্দ্রীয় সংগঠকের গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন। একই সাথে তাকে ফরিদপুর অঞ্চলের সকল সাংগঠনিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জুনায়েদ হোসেন জিতু সাংবাদিকদের জানান, তিনি দ্রুততম সময়ের মধ্যে যুবশক্তি ফরিদপুর জেলা কমিটি গঠন করবেন। এছাড়াও, প্রতিটি থানা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তরুণ সমাজের উন্নয়নে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জিতু বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের সার্বিক অগ্রগতিতে তিনি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। মাদককে সমাজের সবচেয়ে বড় ব্যাধি উল্লেখ করে তিনি ফরিদপুর জেলা সহ সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন। যুবসমাজকে মাদকবিরোধী আন্দোলনের মূল শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জুনায়েদ হোসেন জিতু আরও জানান, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow