খোকসায় আলোচিত শাহীন হত্যা মামলার আসামি আটক

কুষ্টিয়ার খোকসায় ৩ দিন নিখোঁজের পর শাহীনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।২৪ ঘন্টা না পেরোতেই হত্যার রহস্য উদঘাটন ও ১ জন আসামিকে আটক করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় এলাকাবাসী দেখতে পান খোকসা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া একটি নির্মাণাধীন বাড়িতে পলিথিনে মোড়ানো বস্তু। দেখতে পেয়ে থানাকে অবহিত করে। খোকসা থানা পুলিশ এসে সনাক্ত করে মৃতদেহটি উদ্ধার করে। শাহিন (৩৫) তিনি আছের আলীর ছেলে, গ্রাম- মাঠপাড়া।
পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়(১৬অক্টোবর) আটক রাকিবুল ইসলাম রাহুল(২১) মাঠপাড়া গ্রামের ওসমানের দ্বিতীয় পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিকে জিজ্ঞাসাবাদ সে স্বীকার করে ঘটনার সময় মৃত শাহিনীর নিকট থেকে দুই পিস ইয়াবা নিয়ে সেবন করে এবং টাকা দিতে না পারায় শাহীন আসামী রাহুলকে গালিগালাজ, হুমকি ও মুখ বরাবর থাপ্পর মারে। আসামি রাহুল আক্রোশের বশবর্তী হয়ে নাইলনের রশির ফাঁস বানাইয়া শাহিনের গলায় শক্ত করে বেঁধে হত্যা করে। এ ঘটনায় আসামি রাহুল নিজেকে দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করবেন।
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণেই শাহীন হত্যা হন। মোবাইলের সূত্র ধরে আটক আসামি রাকিবুল ইসলাম রাহুল এর নিজ বাড়ি থেকে মৃত শাহীনের ৩টি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?






