আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মিলন (৪৮), পাবনা জেলার ভেড়া থানার সোনাবদ্ধা গ্রামের টোকেন বেপারীর ছেলে এবং মোঃ রনি (১৮), বগুড়া জেলার মারিয়া কান্দি থানার জোড় গাদা গ্রামের টুকু ফকিরের ছেলে। তারা উভয়েই আশুলিয়ার পলাশবাড়ি বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ ও তার দল আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিলন ও রনিকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?






