বালিয়াকান্দিতে বাকশিস সাধারণ সম্পাদককে বর্ণাঢ্য সংবর্ধনা

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Oct 15, 2025 - 18:03
 0  2
বালিয়াকান্দিতে বাকশিস সাধারণ সম্পাদককে বর্ণাঢ্য সংবর্ধনা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) রাজবাড়ী জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান বাবুকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল পাঁচটায় উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রনজু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর আজম চুন্নু।

অনুষ্ঠানে বাকশিসের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মীর মনিরুজ্জামান বাবুর নেতৃত্বের প্রশংসা করেন এবং আগামী দিনে তাঁর সাফল্য কামনা করেন। এই সংবর্ধনা আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow