আলফাডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বাস্তবায়ন কমিটির যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 15, 2025 - 17:56
 0  9
আলফাডাঙ্গায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বাস্তবায়ন কমিটির যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বাস্তবায়ন কমিটির যাচাই-বাছাই সভা।

বুধবার (১৫ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন যাচাই-বাছাই সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত অবস্থা যাচাইয়ের মাধ্যমে সরকারি সেবা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। সমাজসেবা অধিদপ্তর সবসময় এই জনগোষ্ঠীর পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. রাহাত ইসলাম, অফিসার্স ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা খান সনিয়া এবং পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।

সভায় জানানো হয়, মোট ৮৫ জন প্রতিবন্ধী আবেদনকারীর মধ্যে ৬৫ জন উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে কমিটি ৫১ জনকে প্রকৃত প্রতিবন্ধী হিসেবে সনাক্ত করে।

সভাপতির বক্তব্যে ইউএনও রাসেল ইকবাল বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত প্রতিবন্ধীরা যাতে সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।তিনি আরও বলেন,প্রতিবন্ধী মানুষদের প্রতি সহমর্মিতা নয়, বরং অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করলেই প্রকৃত অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow