রোয়াংছড়িতে শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তা বিতরণ

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 15, 2025 - 16:20
 0  21
রোয়াংছড়িতে শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় সহায়তা বিতরণ

বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৫৪ জন উপকারভোগী শিশু ও তাদের পরিবারের মাঝে শিক্ষা সরঞ্জাম এবং পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সোয়ানলু পাড়া প্রকল্প অফিস মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) এর সহযোগিতায় এবং কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) এর বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম।

উপকারভোগী শিশুদের মাঝে খাতা, কলম, রংপেন্সিল, শার্পনার ও ইরেজারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া, আইজিপি কর্মসূচির আওতায় নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও ইউরিয়া সার প্রদান করা হয়। মা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য হরলিক্স, তেল, ডাল, ডিমের মতো পুষ্টিকর খাবারের পাশাপাশি মেরিল, হুইল সাবান, টুথব্রাশ ও টুথপেস্টসহ পরিচ্ছন্নতা সামগ্রীও বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাজমিন আলম তুলি বলেন, "এই প্রকল্পের আওতায় সকলে সুবিধা পাচ্ছে দেখে আমি সন্তুষ্ট। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো পুষ্টিকর খাদ্য ও শিক্ষা সামগ্রী পাচ্ছে।" তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "লেখাপড়ার কোনো বিকল্প নেই, মানসম্মত শিক্ষা প্রয়োজন।" আগামীতে প্রকল্পের কার্যক্রম আরও বাড়ানোর জন্য তিনি পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা এবং অর্থ সম্পাদক হ্লাছোহ্রী মারমা। এছাড়াও প্রকল্প অফিসের হিসাবরক্ষক লালভেন বমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow