৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর জেলা জামায়াতের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতির প্রবর্তন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় পিরোজপুর টাউন ক্লাব সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আল্লামা সাঈদী পুত্র শামীম সাঈদী।
মানববন্ধনে শামীম সাঈদী বলেন,বর্তমানে বাংলাদেশের অধিকাংশ দলই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও মাত্র হাতে গোনা কয়েকটি দলের কারণে কেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। যে দেশে ৩০ থেকে ৩৫ ভাগ ভোটারের সমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে বসে নতুন আইন প্রণয়ন ও বাতিল করে সেটা কি করে বৈধ হয়। বাকি ৬৫ ভাগ ভোটারের মতামতের উপর কোন গুরুত্ব না দিয়ে কিভাবে দেশের আইন কানুন প্রণয়ন করা হয়। এটা সম্পূর্ণ অবৈধ, অন্যায়। তিনি জোর দিয়ে বলেন,পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই ব্যবস্থা চালু থাকলে নির্বাচনে কারচুপির কোনো সুযোগ থাকবে না এবং প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে।
তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি কাঠামোর মধ্যে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অবিলম্বে জুনাই সনদ বাস্তবায়ন করতে হবে।আওয়ামী সরকারের গুম,খুন,নির্যাতন সহ সকল অবৈধ কর্মকান্ডের বিচার দৃশ্যমান করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ভাবে করার লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সম্পন্ন করতে হবে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে অবৈধ ঘোষণা করে তাদের সকল রাজনৈতিক কর্মকান্ড বন্ধ করে দিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তিনি অবিলম্বে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তুবনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি হুঁশিয়ারী ঘোষণা দেন।
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,জেলা জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি ড.আব্দুল্লাহিল মাহমুদ,পৌর আমির মাওলানা ইছাহাক আলী, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইমরান শেখ সহ জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






