ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক মানববন্ধন

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Oct 15, 2025 - 18:15
 0  2
ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘জুলাই জাতীয় সনদ’ এর ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনসহ পাঁচ দফা দাবিতে পৃথক মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে নিজ নিজ দলীয় ব্যানারে এই কর্মসূচি পালন করে দল দুটির নেতাকর্মীরা।

জেলা জামায়াতে ইসলামীর মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের জেলা আমির মোবারক হোসাইন আকন্দ। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান এবং প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার অপরিহার্য এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই।

একই সময়ে, একই স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সেক্রেটারি গাজী নিয়াজুল করিম, সাংগঠনিক সম্পাদক মুফতী আশরাফুল ইসলাম বিলাল এবং প্রচার ও দাওয়া সম্পাদক এম আবু হানিফ নোমান।

উভয় দলের বক্তারাই বিচার ব্যবস্থার সংস্কারের পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনি কাঠামোর ওপর ভিত্তি করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। উল্লেখ্য, ‘জুলাই জাতীয় সনদ’ হলো ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় সংস্কারের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে তৈরি একটি দলিল। আর পিআর পদ্ধতি হলো এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে আসন লাভ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow