মাগুরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলায় উৎসবের আমেজ

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বার্ষিক ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে স্থানীয় বলুগ্রামবাসীর উদ্যোগে এই আয়োজন করা হয়, যা হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবে পরিণত হয়।
এদিন চেঙ্গারডাঙ্গা গ্রাম থেকে বলুগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আঁকাবাঁকা পথে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাকে কেন্দ্র করে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর ভিড় জমায়। ঘোড়ার ক্ষিপ্র গতি আর ঘোড়সওয়ারদের দারুণ কৌশল দেখতে আসা উৎসুক জনতার উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে রাতে জনপ্রিয় লোকজ সংস্কৃতি "বিচার গান" এর আসর বসে, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। মেলার স্টল, দোকানপাট এবং পসরার নানা আয়োজন বলুগ্রামের পাশে ভিন্ন এক আবহ তৈরি করে।
মেলা কমিটির সভাপতি মোঃ বাদশা মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান জানান, "গ্রামবাসীদের নির্মল আনন্দ দেওয়ার জন্যই আমরা এই ঘোড়দৌড় প্রতিযোগিতা, মেলা ও বিচার গানের আয়োজন করেছি।"
প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।
What's Your Reaction?






