আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫১০ গ্রাম গাঁজাসহ আব্দুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) রাতে আশুলিয়ার বুড়ির বাজার আমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার, জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ, জনাব মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব ও তার দল এই অভিযানে অংশ নেন।
আটককৃত মোঃ আব্দুল্লাহ (৪০) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চার ঘুরিয়া পাড়া গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার গাজিরচট বাইপাইল এলাকায় জহিরের বাড়িতে ভাড়া থাকতেন।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ জানিয়েছে, আটককৃত আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে আশুলিয়া ও এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
What's Your Reaction?






