কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 16, 2025 - 16:09
 0  8
কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের উপজেলা সদর চত্বরে এই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের ক্রীড়ামোদী জনসাধারণ এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সম্মিলিত অংশগ্রহণে এই কর্মসূচি আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় কাপ্তাইয়ের সন্তানদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এখানকার অনেক ক্রীড়াবিদ দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। বক্তারা আরও উল্লেখ করেন, রাঙ্গামাটির মারী স্টেডিয়াম যার নামে নামকরণ করা হয়েছে, সেই কিংবদন্তী ফুটবলার চিং হ্লা মং চৌধুরী মারীও কাপ্তাইয়ের সন্তান।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, "একটি মহল কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হোক, তা চায় না।" তারা জোরালো দাবি জানিয়ে বলেন, সরকার যেহেতু প্রাথমিকভাবে কাপ্তাই উপজেলাকে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য নির্বাচন করেছে, তাই চূড়ান্ত সিদ্ধান্ত যেন কাপ্তাইয়ের পক্ষেই থাকে।

'কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটি'র সমন্বয়কারী ও কৃতি খেলোয়াড় মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন। এছাড়াও বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ডা. রহমত উল্লাহ, সাবেক কৃতি ফুটবলার আসলাম খাঁন ও জামাল উদ্দিন, কৃতি ফুটবলার চম্রিং রাখাইন, সাবেক কৃতি খেলোয়াড় ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কবি ও লেখক মুহাম্মদ মুহসিন, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংগঠক মো. জাকির হোসেন এবং যুব সংগঠক মো. ইব্রাহীম।

কর্মসূচি শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের মাধ্যমে রাঙ্গামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গামাটি সদরে বিকেএসপি কেন্দ্র স্থাপনের দাবিতেও একটি পক্ষ কর্মসূচি পালন করেছে, যা এই প্রকল্প নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow