চিৎমরম বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার ও সংঘদান সম্পন্ন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সুপ্রাচীন চিৎমরম বৌদ্ধ বিহারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী অষ্টপরিস্কার দান ও সংঘদান। তিন পার্বত্য জেলার পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই বার্ষিক পুণ্যোৎসব গত দুই দিন আগে সফলভাবে অনুষ্ঠিত হয়।
এই মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ার নেপথ্যে অন্যতম ভূমিকা রেখেছেন মারমা সমাজের তরুণ নেতা ও রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উথোয়াইমং মারমা। তাঁর একনিষ্ঠতা, দক্ষ সমন্বয় ও নেতৃত্বের কারণে হাজারো ভক্তের উপস্থিতিতেও অনুষ্ঠানটি শৃঙ্খলাবদ্ধ এবং সুসংগঠিত রাখতে সক্ষম হয় আয়োজকরা।
অনুষ্ঠানে আগত পূজনীয় ভিক্ষুসংঘের আবাসন, ভক্তদের সার্বিক নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনা, এবং পুরো আয়োজনের তদারকিতে উথোয়াইমং মারমা ছিলেন মূল চালিকাশক্তি। আয়োজক কমিটি, স্থানীয় প্রবীণ এবং উপাসক-উপাসিকাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে তিনি পুরো অনুষ্ঠানটি জাতীয় পর্যায়ে পরিচিত করার উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টায় শুধু মারমা সম্প্রদায় নয়, অন্যান্য জাতিগোষ্ঠীর ভক্তরাও অংশ নেয়, যা সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।
চিৎমরম এলাকার প্রবীণ বাসিন্দা উহ্লাচিং মারমা বলেন, “উথোয়াইমং মারমা শুধু একজন নেতা নন, তিনি আমাদের সমাজের সংস্কৃতি ও ধর্মের প্রতি অত্যন্ত নিবেদিত। তাঁর এই অবদান চিৎমরম বিহারের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগ তরুণ প্রজন্মকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আরও যুক্ত হতে উৎসাহিত করেছে। পুণ্যার্থীরা আশা করছেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের ধর্মীয় ও সামাজিক পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে।
উথোয়াইমং মারমার বলিষ্ঠ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টায় এবারের অষ্টপরিস্কার দান ও সংঘদান অনুষ্ঠানটি শুধু মারমা সমাজেই নয়, সমগ্র পার্বত্য অঞ্চলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ