বরিশালের আগৈলঝাড়ায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা প্রদান
নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা পাঁচজন অদম্য নারীকে সম্মাননা জানানো হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় “অদম্য নারী পুরস্কার ২০২৫” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। তিনি বলেন, “অদম্য নারীরা সমাজের আলোকবর্তিকা। প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। বেগম রোকেয়ার চেতনায় অনুপ্রাণিত হয়ে আজ নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও জানান, মনোনয়ন প্রক্রিয়ায় বহু যোগ্যতার অধিকারী নারীর মধ্য থেকে যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ পাঁচজনকে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। কর্ম, উদ্যোগ, মানবিকতায় যারা অসামান্য অবদান রেখেছেন—তারাই এ মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য হয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা।
পরিশেষে অতিথিবৃন্দ অদম্য নারী পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় নারী জাগরণ ও সামগ্রিক উন্নয়নে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
What's Your Reaction?
মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি