প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে দেশের ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন এনসিপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত প্রার্থী তালিকায় বিভিন্ন পেশাজীবী, শিক্ষিত তরুণ, অভিজ্ঞ সংগঠক এবং নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম (ঢাকা-১১) আসন থেকে নির্বাচন করবেন। ঢাকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসনিম জারা (ঢাকা-৯), নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), এস এম শাহরিয়ার (ঢাকা-৫), নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২) এবং মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস (ঢাকা-১৫)।
রংপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আখতার হোসেন; পঞ্চগড়-১ এ মো. সারজিস আলম; কুমিল্লা-৪ এ হাসনাত আবদুল্লাহ এবং নোয়াখালী-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন আব্দুল হান্নান মাসউদ।
পার্টি সূত্রে জানা যায়, দেশের সব অঞ্চলের প্রতিনিধিত্ব ধরে রাখতে তালিকাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তৈরি করা হয়েছে। একই সঙ্গে নারী নেতৃত্বকে শক্তিশালী করতে সিরাজগঞ্জ-৩ এ দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ এ দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), কুমিল্লা-৬ এ নাভিদ নওরোজ শাহ, চাঁদপুর-২ এ ইসরাত জাহান বিন্দুসহ বিভিন্ন আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এনসিপির ঘোষিত ১২৫ আসনের প্রার্থীদের তালিকায় উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও পার্বত্য অঞ্চলেরও একাধিক দায়িত্বশীল ও নতুন মুখ স্থান পেয়েছেন। রাঙ্গামাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয় চাকমা; খাগড়াছড়িতে এডভোকেট মনজিলা সুলতানা এবং বান্দরবানে মংসা প্রু চৌধুরী।
সংবাদ সম্মেলনে এটিও জানানো হয় যে, বাকি আসনগুলোতে দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করা হবে খুব শিগগিরই।
১২৫ আসনে এনসিপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন-
| নির্বাচনী এলাকা | প্রার্থীর নাম |
|---|---|
| ঢাকা-১১ | মো. নাহিদ ইসলাম (আহ্বায়ক) |
| কুমিল্লা-৪ | হাসনাত আবদুল্লাহ |
| পঞ্চগড়-১ | মো. সারজিস আলম |
| রংপুর-৪ | আখতার হোসেন |
| নোয়াখালী-৬ | আব্দুল হান্নান মাসউদ |
| ঢাকা-৫ | এস এম শাহরিয়ার |
| ঢাকা-৯ | তাসনিম জারা |
| ঢাকা-১২ | নাহিদা সারওয়ার নিভা |
| ঢাকা-১৫ | মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস |
| ঢাকা-১৮ | নাসীরুদ্দীন পাটওয়ারী |
| কুমিল্লা-৬ | নাভিদ নওরোজ শাহ |
| চাঁদপুর-২ | ইসরাত জাহান বিন্দু |
| রাঙ্গামাটি | প্রিয় চাকমা |
| খাগড়াছড়ি | এডভোকেট মনজিলা সুলতানা |
| বান্দরবান | মংসা প্রু চৌধুরী |
| ঠাকুরগাঁও-২ | মো. রবিউল ইসলাম |
| ঠাকুরগাঁও-৩ | মো গোলাম মর্তুজা সেলিম |
| দিনাজপুর-৩ | আ হ ম শামসুল মুকতাদির |
| দিনাজপুর-৫ | ডা. মো. আব্দুল আহাদ |
| নীলফামারী-২ | ডা. মো. কামরুল ইসলাম দর্পন |
| নীলফামারী-৩ | মোঃ আবু সায়েদ লিয়ন |
| লালমনিরহাট-২ | রাসেল আহমেদ |
| লালমনিরহাট-৩ | মো. রকিবুল হাসান |
| রংপুর-১ | মো. আল মামুন |
| কুড়িগ্রাম-১ | মো. মাহফুজুল ইসলাম |
| কুড়িগ্রাম-২ | ড আতিক মুজাহিদ |
| কুড়িগ্রাম-৩ | ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি |
| গাইবান্ধা-৩ | মো. নাজমুল হাসান সোহাগ |
| গাইবান্ধা-৫ | ডা. আ. খ. ম. আসাদুজ্জামান |
| জয়পুরহাট-১ | গোলাম কিবরিয়া |
| জয়পুরহাট-২ | আবদুল ওয়াহাব দেওয়ান কাজল |
| বগুড়া-৬ | আব্দুল্লাহ-আল-ওয়াকি |
| চাঁপাইনবাবগঞ্জ-২ | মু. নাজমুল হুদা খান (রুবেল খান) |
| নওগাঁ-১ | কৈলাশ চন্দ্র রবিদাস |
| নওগাঁ-২ | মোঃ মাহফুজার রহমান চৌধুরী |
| নওগাঁ-৩ | পরিমল চন্দ্র (উরাও) |
| নওগাঁ-৪ | মো. আব্দুল হামিদ |
| নওগাঁ-৫ | মনিরা শারমিন |
| নাটোর-২ | আব্দুল মান্নাফ |
| নাটোর-৩ | অধ্যাপক এস. এম. জার্জিস কাদির |
| সিরাজগঞ্জ-৩ | দিলশানা পারুল |
| সিরাজগঞ্জ-৪ | দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) |
| সিরাজগঞ্জ-৫ | মনজুর কাদের |
| সিরাজগঞ্জ-৬ | এস এম সাইফ মোস্তাফিজ |
| পাবনা-৪ | অধ্যক্ষ ড. মোঃ আব্দুল মজিদ |
| মেহেরপুর-১ | মো. সোহেল রানা |
| মেহেরপুর-২ | অ্যাডভোকেট সাকিল আহমাদ |
| চুয়াডাঙ্গা-১ | মোল্লা মোহাম্মদ ফারুক এহসান |
| ঝিনাইদহ-১ | এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার) |
| যশোর-৪ | মোঃ শাহজাহান কবীর |
| মাগুড়া-২ | মোহাম্মাদ তরিকুল ইসলাম |
| বাগেরহাট-২ | মোল্যা রহমাতুল্লাহ |
| খুলনা-১ | মো: ওয়াহিদ উজ জামান |
| খুলনা-২ | ফরিদুল হক |
| পটুয়াখালী-১ | এডভোকেট জহিরুল ইসলাম মুসা |
| পটুয়াখালী-২ | মুজাহিদুল ইসলাম শাহিন |
| ভোলা-১ | এডভোকেট মো. জিয়াউর রহমান |
| বরিশাল-৪ | আবু সাঈদ মুসা |
| বরিশাল-৫ | মো. নুরুল হুদা চৌধুরী |
| ঝালোকাঠি-১ | ডা. মাহমুদা আলম মিতু |
| পিরোজপুর-৩ | ড. মো. শামীম হামিদী |
| টাংগাইল-১ | সাইদুল ইসলাম (শহীদ সাজিদ এর পরিবার) |
| টাংগাইল-৩ | সাইফুল্লাহ হায়দার |
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ